ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
পাংশা উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্য পুনরায় পেঁয়াজের বীজ বিতরণ
  • মোক্তার হোসেন
  • ২০২৪-১২-০৮ ২১:৩৭:৫৫

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল ৮ই ডিসেম্বর বিকালে ২০২৪-২৫ অর্থ বছরে পেঁয়াজ প্রণোদনায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ পুনঃ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

 জানা যায়, গতকাল রবিবার বিকাল ৩টায় বিনামূল্যে পেঁয়াজের বীজ পুনঃ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা। 

 অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ।

 পাংশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ জানান, এ বছর অনাকাঙ্খিতভাবে পেঁয়াজ প্রণোদনায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। সরেজমিন মাঠে অনুসন্ধান করে ক্ষতিগ্রস্ত কৃষকদের পেঁয়াজ আবাদে হতাশা থেকে উত্তরণে পুনরায় প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ পুনঃ বিতরণ করা হচ্ছে। চাষাবাদের ক্ষেত্রে কৃষকদের যে কোন প্রয়োজনে তিনি যোগাযোগ করার আহবান জানান।

 উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট কৃষক কৃষাণীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 
বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ