ঢাকা বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
বালিয়াকান্দি থানা ও ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-২৪ ১৪:৫৮:৪৭

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
 গতকাল ২৪শে ডিসেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে তিনি থানায় এসে পৌঁছালে থানার পক্ষ থেকে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা এবং তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। 
 এরপর জেলা প্রশাসক থানা পরিদর্শন করে। পরিদর্শনে তিনি থানার বিভিন্ন কক্ষ, হাজত খানা, অস্ত্রাগার এবং জিডি ও মামলা বিষয়ে খোঁজ খবর নেন। 
 এ সময় উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম বারিসহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।

 

রাজবাড়ীতে গাছ সুরক্ষার জন্য পেরেক অপসারণ কর্মসূচী শুরু
 কালুখালীতে মোবাইল কোর্টে মরা মুরগীর মাংস বিক্রেতাকে জরিমানা
 গোয়ালন্দে পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেডে চাঁদাবাজী॥৬জনকে আটকের পর জরিমানা
সর্বশেষ সংবাদ