ঢাকা শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
  • শেখ রনজু আহাম্মেদ
  • ২০২০-১০-৩১ ১৪:৩৯:৫৯
জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ) এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল ৩১শে অক্টোবর বিকালে রাজবাড়ী শহরে র‌্যালী অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল ৩১শে অক্টোবর বিকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

  রাজবাড়ী রেলওয়ে স্টেশন এলাকার ফুলতলা থেকে র‌্যালীটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। 

  আলোচনা সভায় জাসদের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মতিন মিয়া, রাজবাড়ী জেলা জাসদের সভাপতি মুনিরুল হক মুনির, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লাল, সাংগঠনিক সম্পাদক জালাল আহাম্মেদ, জাসদের সহযোগী সংগঠন যুবজোটের জেলা শাখার সভাপতি কামরুজ্জামান কামুন, সাধারণ সম্পাদক আতিক আলম, রাজবাড়ী পৌরসভার সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর শারমিন সুলতানা পরশ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় জাসদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

 
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে ----খৈয়ম
রাজবাড়ী জেলা বিএনপির বাংলা নববর্ষ উদযাপন
পহেলা বৈশাখে রাজবাড়ীতে বিএনপির আয়োজনে লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ