ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
পাংশায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২৫-০১-১৩ ১৪:১৪:১৩

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে গতকাল ১৩ই জানুয়ারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
 জানা যায়, গতকাল সোমবার সকাল ১০টায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রবিউল ইসলাম।
 সেমিনার শেষে বিভিন্ন সমিতির ৫০ জনের একটি ব্যাচের প্রশিক্ষণে বিষয় ভিত্তিক আলোচনা করেন পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস ও সহকারী পরিচালক মোঃ আবুল হাশেম।
 অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

 

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ