পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফসহ যুবদলের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবীতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
গতকাল ২১শে জানুয়ারী বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী পৌর ইউ মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ১নং রেলগেট এলাকা প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকানন চত্বরে এসে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুলের সভাপতিত্বে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাওসার মাহমুদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, রাজবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম খান রানা, রাজবাড়ী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, রাজবাড়ী সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম খায়রু, পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, বালিয়াকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, গোয়ালন্দ উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান ও কালুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব ডাঃ জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গত ১৭ই জানুয়ারী বিকেলে পাট্টা ইউনিয়ন যুবদলের আয়োজনে জাগিরকয়া নতুন বাজারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ শেষ করে পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ গাড়ি বহর নিয়ে পাংশা শহরে ফেরার পথে গোলাবাড়ী এলাকায় পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে একদল আওয়ামী সন্ত্রাসীরা। এ সময় পাট্টা ইউনিয়ন যুবদল কর্মী মনিরুল গুলিবিদ্ধ হন। এছাড়াও গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের বকুল, উজানচর ইউনিয়নের কামরুল, বরাট ইউনিয়নের সুমনের বাসায় সন্ত্রাসীরা হামলা চালায়। ছাত্রলীগ ও যুবলীগের নৈরাজ্যর প্রতিবাদ আমরা আজ বিক্ষোভ করেছি।
বক্তারা আরো বলেন, গত কয়েকদিন ধরে রাজবাড়ীর বিভিন্ন অঞ্চলে ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। তারা বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় এজাহারভুক্ত আসামী হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এই সব সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে অনতিবিলম্বে তাদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তির দাবী জানাচ্ছি।
রাজবাড়ী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুল ইসলাম রনি ও পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহমেদ গীটারের সঞ্চালনায় এ সময় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল মন্ডল, পাংশা উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম সরদার, পাংশা পৌর যুবদলের আহ্বায়ক ফরিদ সরদার, কালুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান, গোয়ালন্দ পৌর যুবদলের আহ্বায়ক দেলো মন্ডল, বালিয়াকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুজ্জামানসহ জেলা যুবদলের ৮টি ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।