ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
কালুখালী উপজেলায় পর্যটক শিল্পের সম্ভাবনা রয়েছে-----এনডিএম মহাসচিব মোমিনুল আমীর
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-২৪ ১৪:০৯:০৯

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোমিনুল আমীন বলেছেন, রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় পর্যটক শিল্পের সম্ভাবনা রয়েছে। এ শিল্পকে কাজে লাগাতে হবে। এখানকার চিকিৎসা সেবার মান আধুনিক মানে গড়ে তুলতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে সম্পদে পরিনত করতে হবে। এসব সামনে রেখে এনডিপি মানুষের সাথে কাজ করে যাচ্ছে। 

 গতকাল ২৪শে জানুয়ারী বিকেলে কালুখালী উপজেলার মদাপুর বাজারে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন(এনডিএম) কালুখালী উপজেলার আহ্বায়ক শামিম হোসেনের সভাপতিত্বে উঠান বৈঠকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ফরিদ, এনডিএম এর বালিয়াকান্দি উপজেলার আহ্বায়ক রেজাউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শরিফুল আলম ও বদিউজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

 উঠান বৈঠকের পূর্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোমিনুল আমীন কালুখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) জাহিদুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে উপজেলার সোনাপুর মোড়, বোয়ালিয়া মোড়, রতনদিয়া বাজার, চাঁদপুর বাজার ও গান্ধিমারা বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দোয়া প্রার্থনা করেন।

 
দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ