ঢাকা বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫
একই কর্মস্থলে দীর্ঘদিন কর্মরতদের অন্যত্র বদলির নির্দেশ শ্রম উপদেষ্টার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-০৩ ১৫:৫৬:৩৯

 শ্রম মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোতে যারা দীর্ঘদিন ধরে একই জায়গায় কর্মরত রয়েছে তাদেরকে অন্যত্র বদলির নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন।

 একই সাথে তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও বলেন।

 গতকাল সোমবার উপদেষ্টা মাঠ পর্যায়ে শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদপ্তরের বিভিন্ন কর্মকর্তার সাথে মতবিনিময়কালে এসব নির্দেশনা দেন।

 শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর থেকেই তিনি দেশের বিভিন্ন শ্রম ঘন অঞ্চল পরিদর্শন করছেন। গতকাল সোমবার কলকারখানা মালিক-শ্রমিকদের সাথে মতবিনিময়কালে মাঠপর্যায়ের কোনো কোনো কর্মকর্তার-কর্মচারীর বিরুদ্ধে কিছু অভিযোগ উঠে আসে। অভিযোগের ভিত্তিতে উপদেষ্টা কঠোর ব্যবস্থা নেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

 এদিকে দাপ্তরিক কার্যক্রমকে গতিশীল করার জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ১১৮ জন শ্রম পরিদর্শক, উপমহাপরিদর্শক ৭জন, যুগ্ম মহাপরিদর্শক ৩ জন, সহকারী মহাপরিদর্শক ১জন, উচ্চমান সহকারী ১জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৯ জনকে বদলি করা হয়েছে। এছাড়াও শ্রম অধিদপ্তরের ২৭ জন ১ম শ্রেণীর কর্মকর্তা, ১৬ জন দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা এবং ২৮ জন তৃতীয় শ্রেণি ও চতুর্থ শ্রেণি কর্মচারীকে বদলি করা হয়েছে।

 
মাছরাঙা টিভির সাংবাদিক ইমরানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন পালন
রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের  আয়োজনে ফাল্গুন উৎসব অনুষ্ঠিত
ফরিদপুরে এ.এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের আয়োজনে দুই কৃতি শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান
সর্বশেষ সংবাদ