ঢাকা বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫
গোয়ালন্দে যৌথ বাহিনীর অভিযানে বিদেশী অস্ত্রসহ চরমপন্থী গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-০৩ ১৫:৫৯:৩৮

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের উত্তর চর পাচুরিয়া এলাকা থেকে গত ২রা ফেব্রুয়ারী দিনগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে পাকিস্তান রিভলবার, গুলি ও দেশীয় অস্ত্রসহ চরমপন্থী দলের নেতা আলতাফ শেখ (৪০)কে গ্রেপ্তার করেছে সেনা ক্যাম্পের সদস্যরা।

 গ্রেপ্তারকৃত আলতাফ শেখ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের উত্তর চর পাচুরিয়া গ্রামের মৃত আলিমউদ্দিন শেখের ছেলে।

 জানা গেছে, রাজবাড়ী অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা তাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২রা ফেব্রুয়ারী রাতে দেবগ্রাম ইউনিয়নের উত্তর চর পাচুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ১টি পাকিস্তানি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি ছুরি, ১টি চাপাতি ও একটি মোবাইল উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

 গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রাকিবুল ইসলাম বলেন, অস্ত্রসহ এক সন্ত্রাসীকে সেনা ক্যাম্পের সদস্যরা গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। গোয়ালন্দ ঘাট থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

মদাপুর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত
রাজা সূর্যকুমার ইনস্টিটিউশনের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাংশার কলিমহরে একই রাতে ১৬টি বাড়ীতে দুর্বৃত্তদের হামলা ও ভাংচুর
সর্বশেষ সংবাদ