বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৬ই ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী শহরের আজাদী ময়দান থেকে র্যালীটি বের হয়ে বড়পুল মোড় ঘুরে রেলগেট শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা যায়, জেলার পাঁচ উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ইউনিট থেকে শিবিরের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের রেলগেট আজাদী ময়দানে এসে জমায়েত হয়। পরে সেখান থেকে বর্ণাঢ্য একটি র্যালী বের করা হয়। র্যালীতে নেতাকর্মীদের হাতে বাংলাদেশের পতাকা দেখা গেছে। এসময় নেতাকর্মীদেরকে শিবিরের বিভিন্ন স্লোগান দিতে দিতে দেখা গেছে।
র্যালীতে ইসলামী ছাত্র শিবির রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাবেক সভাপতি মোঃ রবিউল ইসলাম, অফিস ও বায়তুলমাল সম্পাদক শরিফুল ইসলাম, সাহিত্য সম্পাদক আল মামুন, প্রকাশনা সম্পাদক রিয়াজ উদ্দিন, সাবেক ও বর্তমান নেতাকর্মীরাসহ কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী ছাত্র শিবির রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি মোঃ রবিউল ইসলাম বলেন, বিগত ১৬ টি বছর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিধনের জন্য ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা এমন কোন কাজ নেই যা করেনি। আমরা লক্ষ্য করেছি গত ৫ তারিখের পরে অনেক অত্যাচারের পরেও ইসলামী ছাত্র শিবির শিশাঢালা প্রাচীরের মতন রয়ে গেছে। যারা আমাদের ওপর অত্যাচার করেছে তারা রাতের অন্ধকারে পালিয়ে গেছে। আমরা তাদের বলতে চাই দিল্লির কোন সিদ্ধান্ত বাংলাদেশে বাস্তবায়ন হবে না। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির স্বাধীনতার অত্যন্ত প্রহরী হিসেবে ভূমিকা পালন করবে। ২৪এ যে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই স্বাধীনতা রক্ষা করার জন্য ইসলামী ছাত্রশিবির সর্বময় প্রস্তুতি নিয়ে আছে ও ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশে এমন কোন শক্তি নেই ইসলামী ছাত্র শিবিরকে রুখে দেওয়ার।
তিনি আরো বলেন, আমরা এখন লক্ষ্য করছি লুকিয়ে থাকা নেতারা ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশে একটি অরাজকতা সৃষ্টির পায় তারা চলছে। আমরা তাদের বলতে চাই যারা লুকিয়ে আছে তারা তো তাদের পেট বাঁচিয়েছে, কিন্তু তারা তাদের কথামতো মাঠে নামবে তাদেরকে কঠিন হস্ত মোকাবেলা করা হবে। যেকোনো স্বৈরাচারকে মোকাবেলা করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরি যথেষ্ট। এখন আমাদের সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। আমরা যদি ঐক্যবদ্ধভাবে না থাকতে পারি তাহলে স্বৈরাচার আবার মাথা চাড়া দিয়ে উঠবে। এই স্বৈরাচার যেন ভবিষ্যতে আর মাথা চাড়া দিয়ে না উঠতে পারে এজন্য ছাত্র শিবিরকে সর্বদা সুশৃঙ্খলভাবে দায়িত্বশীলরা যেভাবে দিক নির্দেশনা দিবে ওইভাবে কাজ করতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি সুশৃঙ্খল সংগঠন। আমাদের শিক্ষার্থীরা প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানে মেধাবী শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। ছাত্র শিবিরের শিক্ষার্থীরা নেশাগ্রস্ত নয়। ছাত্র শিবিরের কোন কর্মী ইভটিজিং এর সাথে সম্পৃক্ত নয়। বিগত ১৬ বছর আমাদের ওপর বিভিন্ন দোষ চাপিয়ে দিয়ে আমাদেরকে শায়েস্তা করার চেষ্টা করা হয়েছে। সেই অত্যাচারী দোসরা বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে।
আমরা ছাত্রদলের ভাইদেরকে বলতে চাই এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময়। ঐক্যবদ্ধ হয়েই আমাদের স্বৈরাচারকে পতন করতে হবে। এই ঐক্যবদ্ধ থাকা অবস্থায় স্বৈরাচার জন্য বাংলাদেশে মাথাচারা দিয়ে না উঠতে পারে। এজন্য আমরা ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদল একতাবদ্ধ হয়ে কাজ করব।
ইসলামী ছাত্র শিবির জেলা শাখার সভাপতি আবু তাহের বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ১৯৭৭ সালের ৬ই ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ৬ জন সদস্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিলো। এখন লক্ষ্য করা যায় যে সারা বাংলায় ও সারাবিশ্বে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা রয়েছে। দীর্ঘ ১৬ বছর যে স্বৈরাচার সরকার আমাদের ওপর চেপে বসেছিলো তারা এই বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন ও আল্লাহর হুকুমতকে বিলীন করতে চেয়েছিল। কিন্তু আল্লাহতালার ফয়সালাই বড় ফয়সালা। যারা আমার ভাইকে আমার বোনদেরকে রক্তাক্ত করেছে, শহীদ করেছে তাদেরকে অতি দ্রুত স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে। আমি প্রশাসন ভাইদেরকে বলতে চাই যারা খুন করেছে মানুষ হত্যা করেছে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা বাংলার জমিনে কিভাবে চলাফেরা করতে পারছে। আমরা সকল ধর্মের মানুষ এক হয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। বিশ্বের সামনে তুলে ধরতে চাই বাংলাদেশ একটি রোল মডেল আদর্শ দেশ।