ঢাকা বুধবার, মার্চ ২৬, ২০২৫
গোয়ালন্দে উৎসবমুখর পরিবেশে যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০২-১৭ ১৪:১৬:৩৬

 রাজবাড়ী জেলার গোয়ালন্দে দৈনিক যুগান্তর পত্রিকার রজতজয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে। 

 গত ১৬ই ফেব্রুয়ারী বিকেল ৫টায় গোয়ালন্দ সাংবাদিক ফোরাম কার্যালয়ে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে এ উৎসব উদযাপন করা হয়। যুগান্তর স্বজন সমাবেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আসাদুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ ঘাট থানার(ওসি) মোহাম্মদ  রাকিবুল ইসলাম, সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খন্দকার আব্দুল মোহিত হিরা এবং রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ বক্তব্য রাখেন। 

 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ স্বজন সমাবেশের সভাপতি আতাউর রহমান মনজু।

 অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীম শেখ।

 স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে যুগান্তরের রাজবাড়ী জেলা প্রতিনিধি ও গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক হেলাল মাহমুদ, সদস্য সচিব মোজাম্মেল হক লাল্টু, প্রথম আলোর জেলা প্রতিনিধি রাশেদুল হক রায়হান, মোহনা টিভির গোয়ালন্দ প্রতিনিধি আবুল হোসেন, দৈনিক বাংলার গোয়ালন্দ প্রতিনিধি মইনুল হক মৃধা, প্রতিদিনের সংবাদ পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি ফিরোজ আহমেদ, স্বজন সমাবেশের শফিউল্লাহ মন্ডল, হুমায়ুন আহমেদ, মিলন মাহমুদ, জহুরুল ইসলাম, মতিয়ার রহমান, রেজাউল ইসলাম, জেরিন রুমি ও কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা কাকে বলে তা করে দেখিয়েছে যুগান্তর। প্রতিষ্ঠার পর হতেই যুগান্তর সৎ ও সাহসিকতার সাথে সাংবাদিকতা করে দেশের মানুষের আস্থা অর্জন করেছে। 

 
কালুখালীতে আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
গোয়ালন্দে চোরাই ভ্যান ও চার্জারসহ ১জন গ্রেফতার
কালুখালী উপজেলার ৯৯৮২টি অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ
সর্বশেষ সংবাদ