ঢাকা বুধবার, মার্চ ১২, ২০২৫
গোয়ালন্দে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০২-১৮ ১৩:৫৭:৩৯

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় দ দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দৌলতদিয়া মডেল হাইস্কুলের হল রুমে গতকাল ১৮ই ফেব্রুয়ারী দুপুরে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। 

 সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত ফরিদপুর জেলার সহকারী পরিদর্শক মোঃ শামীম। এতে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল ইসলাম শফি। 

 সভায় অন্যান্যের মধ্যে দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মেহেদী আবু হাসান ও সহকারী শিক্ষক শামীম শেখ বক্তব্য রাখেন। 

 সভায় সহকারী শিক্ষক জামাল উদ্দিন মোল্লার সঞ্চালনায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল রানা, কামরুল হাসান, সোনালী আক্তার, অনিতা রানী ও নমিতা রানী পাল প্রমুখ উপস্থিত ছিলেন। 

 আলোচনা সভা শেষে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে সচেতনতামূলক দুদকের বিভিন্ন শ্লোগান লেখা খাতা, স্কেল, জ্যামিতি বক্স, টিফিন বক্স, পানির পাত্র ও মেয়েদের পার্সেল প্রভৃতি বিতরণ করা হয়।  

 
নারী-শিশু নির্যাতন ও ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন
 গোয়ালন্দে পুলিশের অভিযানে ইয়াবা ও স্বর্ণালংকারসহ চোরাকারবারী গ্রেফতার
গোয়ালন্দে সকল প্রকার মাটি-বালু উত্তোলন বিক্রি ও পরিবহন বন্ধের ঘোষণা ইউএনও’র
সর্বশেষ সংবাদ