ধর্ষণের বিচার নিশ্চিতের লক্ষ্যে দ্রুত সময়ে বিচার বিভাগের বিশেষ ট্রাইবুনাল গঠন করতে হবে ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার বিধান রেখে প্রজ্ঞাপন জারী করার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখা।
গতকাল ১১ই মার্চ সন্ধ্যায় শহরের পান্না চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ১নং রেলগেট এলাকা প্রদক্ষিণ করে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতৃবৃন্দরা।
বিক্ষোভ সমাবেশে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা ফরিদ ইবনে জামাল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শুরা সদস্য আব্দুর রহিম আল মাহমুদ সুমন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু রাইহান গিফারী, সাধারণ সম্পাদক আব্দুল আলীম ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম মিলন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পৃষ্ঠপোষকতায় ধর্ষণকারীরা ধর্ষণ করে এসেছে। আমরা বলতে চাই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশে ধর্ষকরা কাদের পৃষ্ঠপোষকতায় ধর্ষণ করছে। এই ধর্ষণকারীদের কেন বিচার হচ্ছে না। এখন যারা ধর্ষণ করবে ২৪ ঘন্টার মধ্যে প্রমাণসহ তাদের গ্রেপ্তার করে ফাঁসির কাষ্ঠে ঝোলাতে হবে।
তারা আরও বলেন, আমরা ভেবেছিলাম আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর নতুন যে সরকার এসেছে সে সরকারের আমলে কোন অন্যায় অবিচার, দুর্নীতি, ধর্ষণ হবে না। কিন্তু দুঃখের বিষয় এই সরকারের আমলে দেশের ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। কিন্তু সরকার ধর্ষণকারীদের গ্রেফতার করতে পারছে না। তাদেরকে বিচারের আওতায় আনতে পারছে না। কি অদৃশ্য কারণ, যে কারণে ধর্ষণকারীদের কোন বিচার নেই। আমরা ভেবেছিলাম এই সরকারের আমলের সোনার বাংলাদেশ গড়ে উঠবে। কিন্তু সোনার বাংলাদেশের বদলে বিভিন্ন অনিয়মে দেশ ভরে গেছে। আমরা অবিলম্বে ধর্ষণকারীদের বিচার চাচ্ছি।