ঢাকা বুধবার, মার্চ ১২, ২০২৫
সরকারী নিদের্শনার আলোকে রাজবাড়ীতে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবসের কর্মসূচী পালন করা হবে----জেলা প্র
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৩-১১ ১৫:৪২:১৫

 যথাযথভাবে আগামী ২৫শে মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১১ই মার্চ সকাল সাড়ে ১০টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 
 জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে প্রস্তুতিমূলক পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান, জেলা ক্রীড়া অফিসার মোঃ আমানুল্লাহ আহমেদ ও যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজ আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন।
 অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমরুল হাসানের সঞ্চালনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, তথ্য অফিসার রেখা ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন, সরকারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কাজল বরণ বিশ্বাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক চায়না ব্যানার্জী, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশরাফুল আলম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, আঞ্চলিক পার্সপোট অফিসের সহকারী পরিচালক মোঃ আবজাউল আলম, গণপূর্ত অধিদপ্তরের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোঃ সহিদুর রহমান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আসিফুর রহমান, রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নূর অতএব আহম্মদসহ বিভিন্ন সরকারী দপ্তরের দপ্তর প্রধান ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
 সভার শুরুতে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসান দিবস দুটি উদযাপনে সরকারী নির্দেশনা ও গত বছরের কর্মসূচী পড়ে শোনান। 
 সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ২৫শে মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে সরকার থেকে যে সকল নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে সেই নির্দেশনার আঙ্গিকে আমরা দিবসগুলো যথাযথভাবে পালন করবো। আমাদের সাথে সকল কর্মসূচীতে বীর মুক্তিযোদ্ধারা থাকবেন। বীর মুক্তিযোদ্ধাগণ আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন।
 তিনি আরও বলেন, দেশের সামগ্রিক প্রেক্ষাপটে এই বিশেষ দিবস পালনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং দিবসটি যথাযোগ্যভাবে পালনের জন্য যার যার জায়গা থেকে সমন্বয় করে কাজ করতে হবে।
 আগামী ২৫শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচী ঃ ২৫শে গণহত্যা দিবস উপলক্ষে সুবিধাজনক জনক সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি/বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫শে মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযোদ্ধা সম্পর্কে আলোচনা সভা, ২৫শে মার্চ সুবিধাজনক সময় সারাদেশে ২৫শে মার্চে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত/প্রার্থনা, ২৫শে মার্চ রাত সাড়ে ১০টা থেকে ১০টা ১মিনিট পর্যন্ত ১মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট(কেপিআই/জরুরী স্থাপনা ব্যতিত) ও ২৫শে মার্চ কোন অবস্থাতেই আলোকসজ্জা করা যাবে না।
 এছাড়া ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হবে। এরপর  সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী/আধা-সরকারী/স্বায়ত্বশাসিত ও বেসরকারী ভবন/স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৭টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে, রাজবাড়ী রেলগেটের স্মৃতিফলকে, লোকোশেড বধ্যভূমিতে, মুক্তিযোদ্ধা শহীদ রফিক, সফিক, সাদিকের কবরস্থান ও মুক্তিযোদ্ধা শহীদ আঃ আজিজ খুশি’র কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হবে। 
 সকাল ৯টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। এ সময় বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস সদস্যরা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।
 সুবিধাজনক সময়ে সকল মসজিদে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে সকল ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত/প্রার্থনার আয়োজন করা হবে। ২৬শে মার্চ উপলক্ষে( ২০শে মার্চ থেকে ২৫ শে মার্চ) সুবিধাজনক সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
 জেলখানা, সরকারী শিশুসদন ও হাসপাতালে বিশেষ খাবার পরিবেশন করা হবে বলে সভায় প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়।
 এরপর বিকেল সাড়ে ৪টায় জেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে।

সরকারী নিদের্শনার আলোকে রাজবাড়ীতে গণহত্যা  ও মহান স্বাধীনতা দিবসের কর্মসূচী পালন করা হবে----জেলা প্র
 শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজবাড়ী জেলা প্রশাসকের বাণী
রাজবাড়ীর ২৬তম জেলা প্রশাসক সুলতানা আক্তার
সর্বশেষ সংবাদ