ঢাকা বুধবার, মার্চ ১২, ২০২৫
বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় আওয়ামী লীগ নেতা কাজী গ্রেপ্তার
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০২-১৮ ১৩:৫৯:০১

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় পৌরসভার ২নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজি (৫৯)কে গতকাল ১৮ই ফেব্রুয়ারী দুপুরে দেওয়ানপাড়া এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে। 

 গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ছাত্র আন্দোলনে গত ৪ঠা আগস্ট গোয়ালন্দ রেলগেটে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শিক্ষার্থী শরিফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামী করা হয়েছে। এ মামলার তাকে গ্রেফতার করে গতকাল ১৮ই ফেব্রুয়ারী দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।  

 
নারী-শিশু নির্যাতন ও ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন
 গোয়ালন্দে পুলিশের অভিযানে ইয়াবা ও স্বর্ণালংকারসহ চোরাকারবারী গ্রেফতার
গোয়ালন্দে সকল প্রকার মাটি-বালু উত্তোলন বিক্রি ও পরিবহন বন্ধের ঘোষণা ইউএনও’র
সর্বশেষ সংবাদ