ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
পাংশায় আন্তর্জাতিক নারী দিবসে খাদ্য সহায়তা পেল ২৫ দুস্থ নারী
  • মোক্তার হোসেন
  • ২০২৫-০৩-০৮ ১৪:০৪:২১

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে গতকাল ৮ই মার্চ “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালিত হয়েছে।
 এ উপলক্ষে আলোচনা সভা ও ২৫জন দুস্থ নারীর মাঝে খাদ্য সহায়তা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।
 জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা’র সভাপতিত্বে এবং নারী অঙ্গন সংস্থার সভাপতি সান্তনা বিশ্বাসের উপস্থাপনায় আলোচনা সভায় পাংশার এসিল্যান্ড মোঃ আমিনুল ইসলাম, ইসলামিক রিলিফ বাংলাদেশ সংস্থার রাজবাড়ী ফিল্ড অফিসার সুমী বিশ্বাস, চন্দনা মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি আলেয়া পারভীন ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তহমিদা খানম।
 আলোচনা সভা শেষে পাংশা পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের ২৫ জন দুস্থ নারীর মাঝে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সহায়তা প্রদান করা হয়। প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল ও ১ কেজি ছোলা প্রদান করা হয়।
 পাংশা উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ রাজিবুল হক, গণমাধ্যম কর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইসলামিক রিলিফ বাংলাদেশ রাজবাড়ী ফিল্ড অফিস কর্মসূচি পালনে সহযোগিতা করে।

 

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ