খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে রাজবাড়ীতে রেজা ফুড প্রোডাক্টস নামে একটি বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল ৫ই মে দুপুরে রাজবাড়ী শহরের বিনোদপুর নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে বেকারীকে উক্ত জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে গতকাল ৫ই মে দুপুরে রাজবাড়ী শহরের বিনোদপুর ও লক্ষীকোল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিনোদপুর নতুনপাড়া এলাকার রেজা ফুড প্রোডাক্টস কারখানায় খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, প্রতিষ্ঠানকে সতর্ক করে দেওয়া হয়েছে। যেন পরবর্তীতে এ ধরনের পরিবেশে খাদ্য দ্রব্য তৈরি এবং বিক্রি না করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সেলিম উদ্দিনসহ জেলা পুলিশের টিম অংশ নেয়।