ঢাকা মঙ্গলবার, মে ৬, ২০২৫
২দফা দাবী আদায়ে রাজবাড়ীতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি পালন
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৫-০৫ ১৬:০২:৫৮

জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান ও স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবীতে বাংলাদেশ বিচার বিভাগ এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার কর্মচারীরা দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছে।
 গতকাল ৫ই মে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এই কর্মবিরতি পালন করে কর্মচারীরা।
 এ সময় বক্তারা বলেন, সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয়, বিচার বিভাগীয় কর্মচারীদের জুডিশিয়াল সার্ভিস বেতনের আলোকে বেতন ভাতা প্রদান, সকল ব্লগ পদ বিলুপ্ত করে জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে এসোসিয়েশনের সাংগঠনিক টিম একাধিকবার যোগাযোগ করলেও দাবী মানার ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এ কারণেই তাদের দুই ঘন্টা কর্মবিরতি যেতে হয়। এরপরেও দাবী না মানলে আরও বড় কর্মসূচী ঘোষণা করবে এসোসিয়েশন।
 তারা আরও বলেন, আমরা বিচার বিভাগীয় কর্মচারীরা বৈষম্যের শিকার। আমাদেরকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। আমাদেরকে বদলী করে মহামান্য হাইকোর্ট বিভাগ। আমাদেরকে বেতন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। আমাদের কোনো অভিভাবক নেই। আমাদের মূল অভিভাবক নেই। তাই কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন হচ্ছে, আমাদের দুই দফা দাবী মেনে নিয়ে বৈষম্য দূর করতে হবে। যদি আমাদের দাবী মেনে না নেওয়া হয়, তাহলে কেন্দ্র থেকে যে নির্দেশনা দিবে আমরা সেই নির্দেশনা অনুয়ায়ী আন্দোলন করতে বাধ্য হবো।
 দুই দফা দাবীর মধ্যে আছে- বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করতঃ অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল এর সহায়ক কর্মচারীদেরকে বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতাদি প্রদানসহ বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জৈষ্ঠ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়ন।
 মানববন্ধনে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি সৈয়দ আলী আক্কাস, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তমাল, বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সদস্য বাবলু সরদার, আনিছুর রহমান আনিস, মোঃ শামিম, রুবেল, মোঃ আল আমিন, নূর উদ্দিন, নিলুফা, মোফাজ্জল হক, তোফাজ্জল হোসেন, মতিন, সালমা, আব্দুল ওদুদ, জব্বার ও আরিফসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

 

২দফা দাবী আদায়ে রাজবাড়ীতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি পালন
রাজবাড়ীতে ভোক্তার অভিযানে রেজা বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা
রাজবাড়ীতে ইসলামের দৃষ্টিতে শ্রমিকদের মর্যাদা ও অধিকার শীর্ষক আলোচনা সভা
সর্বশেষ সংবাদ