রাজবাড়ীতে কাঠ ব্যবসায়ী অপহরণ মামলার এজাহারভূক্ত আসামী শামীম ওরফে কট শামিম (২৮)কে থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান জানান, গত ১২ই মে দিনগত রাত দেড়টার দিকে সদর উপজেলার খানখানাপুর দত্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শামীম ওরফে কট শামিম রাজবাড়ী সদর উপজেলার বাড়ইপাড়া গ্রামের মোঃ সাদেক শেখের ছেলে।
মামলার বাদী মোঃ আবু কালাম লিটন গাজী(৪৬) বলেন, আমি একজন কাঠ ও ইটের ব্যবসায়ী। বিভিন্ন জায়গা থেকে গাছ ক্রয় করে গাছ কেটে কাঠ বিক্রি করে থাকি। গত ২রা মে বিকাল আনুমানিক ৫টার দিকে আমি গাছ কেনার জন্য নগদ ২লক্ষ টাকা নিয়ে খানখানাপুর বাড়ইপাড়া যাওয়ার পথে রাজবাড়ী সদর থানার পাটালিপাড়া সালামের লিচু বাগানের সামনে পৌছানো মাত্রই সুমন বিশ্বাস(৩২), শামিম ওরফে কট শামীম(২৮), আলাউদ্দিন পাটোয়ারী(২৮), আজাদ(৩৫), রায়হান(২২), শামসুু(৩৭), রাজ্জাক(৪০), জহিরুল(৩৫) সহ অজ্ঞাতনামা ৩/৪ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার পথরোধ করে অপহরণ করার উদ্দেশ্যে আমার দুই হাত বেঁধে সালামের লিচু বাগানে নিয়ে যায়। এ সময় তারা আমার কাছ থেকে ৫লক্ষ টাকা চাঁদা দাবী করে আমার পরিবারের লোকজনদের ফোন করার জন্য বলে। আমি রাজি না হলে তারা আমাকে মারধর করে। তখন আমি প্রাণে বাঁচার জন্য আমার কাছে থাকা ২লক্ষ টাকা শামীম ও আলাউদ্দিনের কাছে দেই। এ সময় তারা আরও ৩ লক্ষ টাকা দাবী করে। পরে তারা আমার মোবাইল থেকে আমার স্ত্রীর মোবাইলে ফোন দিয়ে মুক্তিপণের জন্য ৩লক্ষ টাকা দাবী করে। টাকা না দিলে আমাকে মেরে লাশ গুম করে ফেলবে বলে জানায়। পরে আমার স্ত্রী বিষয়টি খানখানাপুরে টহল ডিউটিতে থাকা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে থেকে আমাকে উদ্ধার করে ও সুমন বিশ্বাস নামের এক ব্যক্তিকে আটক করে। বাকি আসামীরা দৌড়ে পালিয়ে যায়।
পরে পুলিশ আমাকে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে।
তিনি আরও বলেন, এ ঘটনায় আমি বাদী হয়ে গত ৩রা মে সদর থানায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করি।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান জানান, রাজবাড়ী সদর থানায় গত ৩রা মে দায়ের হওয়া একটি অপহরণ মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামী শামীম ওরফে কট শামিমকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, শামীম ওরফে কট শামিমের সিডিএমএস পর্যালোচনা করে তার বিরুদ্ধে থানায় মাদক মামলাসহ মোট ৬টি মামলার তথ্য পাওয়া যায়। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পেরণ করা হয়েছে।