ঢাকা শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে ধরা পড়া ১টি পাঙ্গাস মাছ বিক্রি হলো ১৮ হাজার টাকায়
  • মইনুল হক মৃধা
  • ২০২০-১১-১৭ ১৩:১৪:৫৯

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদী থেকে ধরা পড়া ১টি পাঙ্গাস মাছ বিক্রি হয়েছে ১৮ হাজার টাকায়। 
  গতকাল ১৭ই নভেম্বর ভোর রাতে বিপ্লব হলদার নামে এক জেলের জালে বিশালাকৃতির পাঙ্গাস মাছটি ধরা পড়ে। পরে সে মাছটি দৌলতদিয়া ঘাটের মৎস্য আড়তে নিয়ে এলে নিলামে শাহজাহান শেখ নামে একজন মৎস্য ব্যবসায়ী ১হাজার টাকা কেজি দরে ১৫ হাজার টাকায় মাছটি কিনে নেয়। পরে সে ১২শত টাকা কেজি দরে একজন ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করে দেয়।
  জেলে বিপ্লব হলদার বলেন, গতকাল মঙ্গলবার ভোর রাতে দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে মাছ ধরার সময় তার জালে মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়ার ৬নং ফেরী ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখের আড়তে নিলামে ১ হাজার টাকা কেজি দরে  মাছটি বিক্রি করে দেন। 
  আড়তদার শাহজাহান শেখ জানান, মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে তিনি মাছটি ১২শত টাকা কেজি দরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন। 

চলতি বছর ২হাজার ৭০০টন ৩৪টি দেশে আম রপ্তানি
রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলায় উচ্চ ফলনশীল তিলের বাম্পার ফলন
রাজবাড়ীতে মুড়িকাটা পেঁয়াজের ভালো ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষকরা