ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
রাজবাড়ীর জৌকুড়ায় সরিয়ে নেয়া ফেরী ঘাট পর্যন্ত চলাচলে ঘোড়ার গাড়ীই একমাত্র ভরসা
  • হেলাল মাহমুদ
  • ২০২০-১১-৩০ ১৪:৪৮:৪৭
রাজবাড়ী সদর উপজেলার জৌকুড়া খেয়া ঘাট পর্যন্ত ধূ ধূ বালুচরের মধ্য দিয়ে যাতায়াতের একমাত্র ভরসা হয়ে উঠেছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ী -মাতৃকণ্ঠ।

দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর সাথে পশ্চিমাঞ্চলের জেলাগুলোর মানুষের যোগাযোগের অন্যতম একটি মাধ্যম রাজবাড়ীর জৌকুড়া-পাবনার নাজিরগঞ্জ নৌরুট। বর্ষা মৌসুমের পর পদ্মা নদীর পানি কমে জেগে উঠেছে বিশাল চর। দুই প্রান্তেই ঘাট (পন্টুন) সমস্যার কারণে গত প্রায় ২মাস ধরে এই রুটের ফেরী চলাচল বন্ধ রয়েছে। 

  রাজবাড়ীর জৌকুড়ায় যেখানে ফেরী ঘাট ছিল নদী শুকিয়ে তার থেকে অনেক দূরে চলে যাওয়ায় প্রায় ২কিলোমিটার দূরে নতুন করে ফেরী ঘাট স্থাপনের কাজ চলছে। ফেরী না চললেও সেখানকার খেয়া ঘাট থেকে ইঞ্জিন চালিত ট্রলার ও নৌকাযোগে ওই রুটের যাত্রীরা নদী পার হয়ে গন্তব্যে যাচ্ছে। কিন্তু নতুন ঘাট পর্যন্ত ধূ ধূ বালুচরের মধ্য দিয়ে যাতায়াতের একমাত্র ভরসা হয়ে উঠেছে প্রায় হারিয়ে যেতে বসা গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ী। পায়ে হাটা ছাড়া আর কোন বিকল্প না থাকায় যাত্রীরা ঘোড়ার গাড়ীতে করেই ঘাট পর্যন্ত আসা-যাওয়া করছে। প্রতিদিন ১০/১২টি ঘোড়ার গাড়ী যাত্রী পারাপার করছে। সময় বিশেষে ভাড়া নেয়া হচ্ছে ৩০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত। 

  আব্দুল খালেক নামে একজন ঘোড়ার গাড়ী চালক বলেন, ‘আমরা ঘোড়ার গাড়ীতে করে খেয়া ঘাট পর্যন্ত যাত্রীদের আনা-নেয়া করছি। এতে আমাদের পাশাপাশি যাত্রীরাও লাভবান হচ্ছে। কারণ এই বালু চরের উপর দিয়ে অন্য কোন গাড়ী চলতে পারে না। একমাত্র বিকল্প পায়ে হেটে চলাচল করা, যা অধিকাংশ মানুষের কাছেই কষ্টসাধ্য ব্যাপার।’ 

  রুমানা আক্তার নামে এক যাত্রী বলেন, ‘আমাকে মাঝে-মধ্যেই এই রুট দিয়ে যাতায়াত করতে হয়। এই ঘোড়ার গাড়ী থাকাতে উপকারই হয়েছে। পায়ে হেটে যাওয়া-আসার কষ্টটা পেতে হচ্ছে না, আবার ঘোড়া গাড়ীতে চড়লে আনন্দও লাগে।’ 

  রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী (চঃ দাঃ) কে.বি.এম সাদ্দাম হোসেন বলেন, ‘গত ২/৩ বছর ধরে পদ্মা নদীতে ভয়াবহ নাব্যতার সৃষ্টি হচ্ছে। বর্ষা মৌসুম শেষে নদীর পানি কমে বিশাল অংশ জুড়ে চর জেগেছে। সে জন্য আড়াই কিলোমিটারের মতো সরিয়ে নিয়ে ফেরী ঘাট স্থাপনের কাজ চলছে।’ 

রাজবাড়ীতে হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাজবাড়ী জেলা মহিলা দলের ১৬১ সদস্যের কমিটি ঘোষণা
 রাজবাড়ীতে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
সর্বশেষ সংবাদ