ঢাকা বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
রাজবাড়ী জেলা প্রশাসন আয়োজিত ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১২-০২ ১৩:৪৯:৪৮
রাজবাড়ী অফিসার্স ক্লাবে গতকাল ২রা ডিসেম্বর সকালে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা বিষয়ক সফটওয়্যার(তৃতীয় পর্যায়ের) পাইলটিং প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনীতে জেলা প্রশাসক দিলসাদ বেগম বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২রা ডিসেম্বর সকালে রাজবাড়ী অফিসার্স ক্লাবে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা বিষয়ক সফটওয়্যার(তৃতীয় পর্যায়ের) পাইলটিং প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। 

  প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক দিলসাদ বেগম প্রশিক্ষণের উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ আশেক হাসান। রাজবাড়ী জেলার ৩৬ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। 

  ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণের অংশ হিসেবে এ প্রশিক্ষণ অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান করার ক্ষেত্রে এক নতুন দ্বার উন্মোচন করবে এবং জনগণের ভোগান্তি লাঘব করবে বলে আয়োজকরা আশা করছেন।

 
সরকারী নিদের্শনার আলোকে রাজবাড়ীতে গণহত্যা  ও মহান স্বাধীনতা দিবসের কর্মসূচী পালন করা হবে----জেলা প্র
 শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজবাড়ী জেলা প্রশাসকের বাণী
রাজবাড়ীর ২৬তম জেলা প্রশাসক সুলতানা আক্তার
সর্বশেষ সংবাদ