রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ শুরু হয়েছে।
গতকাল ৮ই ডিসেম্বর সকালে কালিকাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এই স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন।
এ সময় উপজেলার সহকারী কমিশনার(ভূমি) শেখ নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউপির চেয়ারম্যান আতিউর রহমান নবাব, কালুখালী থানার ওসি মাসুদুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল আলীম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) হাওয়া খাতুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।