ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের ৩দিনব্যাপী কর্মসূচী গ্রহণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১২-১৫ ১৫:০৯:৪৩

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন স্বাস্থ্য বিধি মেনে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।

  কর্মসূচী অনুযায়ী গত ১৪ই ডিসেম্বর সকাল ১০টায় লোকোশেড বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ এবং জেলা শিল্পকলা একাডেমীতে শিশু একাডেমীর আয়োজনে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৫ ও ১৬ই ডিসেম্বর ২দিনব্যাপী সন্ধ্যা থেকে গুরুত্বপূর্ণ সরকারী/আধা-সরকারী/স্বায়ত্বশাসিত এবং বেসরকারী ভবন/স্থাপনসাসমূহে আলোকসজ্জার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপ এবং বিভিন্ন স্থাপনাসমূহে জাতীয় পতাকাসহ বিভিন্ন পতাকা দ্বারা সজ্জিতকরণ, ১৬ই ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান/কর্তৃপক্ষ, বেসরকারী প্রতিষ্ঠান/ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, একই সময়ে রাজবাড়ী পুলিশ লাইনস্ ে৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে জুম অ্যাপের মাধ্যমে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ, সুবিধামতো সময়ে বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে অনলাইন/ই-মেইল/ডাকযোগে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাদ যোহর সকল মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত/যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে স্বাস্থ্য বিধি মেনে এবং সীমিত আকারে বিশেষ মোনাজাত, সুবিধামতো সময়ে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত/যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে স্বাস্থ্য বিধি মেনে এবং সীমিত আকারে বিশেষ বিভিন্ন মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, দুপুরে মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে হাসপাতাল, জেলখানা, এতিমখানা ও সরকারী শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন।  

বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষ্যে জেলা প্রশাসকের শুভেচ্ছা বাণী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জেলা প্রশাসকের শুভেচ্ছা বাণী
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাজবাড়ীর জেলা প্রশাসকের বাণী
সর্বশেষ সংবাদ