ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
পাংশা সরকারী কলেজের বিজয় দিবস উদযাপিত
  • মোক্তার হোসেন
  • ২০২০-১২-১৮ ১৩:১১:২৭
পাংশায় মহান বিজয় দিবস উপলক্ষে গত বুধবার সকালে পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের শিক্ষকবৃন্দ উপজেলা পরিষদ বেদীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজের উদ্যোগে গত ১৬ই ডিসেম্বর সকালে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপিত হয়েছে। 

  এ উপলক্ষে বুধবার সকালে কলেজ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, উপজেলা পরিষদ বেদীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ এবং কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  পাংশা সরকারী কলেজের মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ.কে.এম শরিফুল মোরশেদ রনজু, শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ শিব শংকর চক্রবর্তী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তৈয়েবুর রহমান, ভূগোল বিভাগের প্রভাষক মনজুরুল ইসলাম ও ড.মনিরুল আলম, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক তোজাম্মেল হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক এ.বি.এম ফরিদ আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান আবু সাঈদ নুরুল হুদা।

  অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহিদুর রহমান, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান শিরিন আক্তার, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান হাফিজুর রহমান, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবু বকরসহ কলেজের সকল বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

  জানা যায়, কলেজে মহান বিজয় দিবসের কর্মসূচি শেষে পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম শরিফুল মোরশেদ রনজুর নেতৃত্বে শিক্ষকবৃন্দ উপজেলা পরিষদ বেদীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

 
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ