ঢাকা শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫
কালুখালীর বিন্দু ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক দুস্থ পরিবারকে ঈদ উপহার প্রদান
  • মনির হোসেন
  • ২০২০-০৫-২৪ ০২:০৭:৫৯
কালুখালী উপজেলার স্বেচ্ছায় রক্তদানের সামাজিক সংগঠন বিন্দু ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল ২৩শে মে করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া শতাধিক দুস্থ পরিবারকে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে -মাতৃকণ্ঠ।

কালুখালী উপজেলার স্বেচ্ছায় রক্তদানের সামাজিক সংগঠন ‘বিন্দু ব্লাড ফাউন্ডেশন’-এর উদ্যোগে করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া শতাধিক দুস্থ পরিবারকে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। 
  গতকাল ২৩শে মে সংগঠনের সদস্যরা কালুখালী উপজেলার বিভিন্ন এলাকায় দুস্থদের বাড়ী বাড়ী গিয়ে এই ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন। এ সময় সংগঠনের সভাপতি রায়হান চৌধুরী লিটু, সাধারণ সম্পাদক রাজু শিকদার, মনির হোসেন, সোহানুর রহমান সোহান, রাফিউল ইসলাম রাফি, শান্ত শর্মা, রাজীব সাহা, হাফিজুর রহমান ও পিযুষ প্রমুখ উপস্থিত ছিলেন। বিতরণকৃত ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, সেমাই ইত্যাদি।
  উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে বিন্দু ব্লাড ফাউন্ডেশনের সদস্যরা বিনামূল্যে রক্তদানসহ দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের জন্য কাজ করে আসছে। 

 

 কালুখালীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
 খানগঞ্জ ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন করলেন সাবেক এমপি খৈয়ম
গোয়ালন্দে শোভা বর্ধণে কাজ করছেন ইউএনও
সর্বশেষ সংবাদ