রাজবাড়ীর শতাধিক তরুণ-তরুণীকে ‘যুদ্ধ জয়ের’ গল্প শোনালেন বীর মুক্তিযোদ্ধারা।
মহান বিজয় দিবস ও রাজবাড়ী মুক্ত দিবস উপলক্ষে গতকাল ১৯শে ডিসেম্বর বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘রাজবাড়ী সোশিও কালচারাল ফোরাম-আরএসসিএফ’ কর্তৃক আয়োজিত ‘বিজয়ে রাজবাড়ী’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজবাড়ী সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মিয়া এবং বেলগাছী আলিমুজ্জামান স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মোস্তফা তাদেরকে এই যুদ্ধ জয়ের গল্প শোনান।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মিয়া বলেন, ’৭১-এর ১৬ই ডিসেম্বর সারা দেশ স্বাধীন হলেও রাজবাড়ীতে অবাঙ্গালী-বিহারীদের শক্ত অবস্থান ও প্রতিরোধের কারণে সম্মুখ যুদ্ধ করে ১৮ই ডিসেম্বর রাজবাড়ী মুক্ত করা সম্ভব হয়। রাজবাড়ী মুক্ত করার সেই যুদ্ধে অনেক বিহারী প্রাণ হারায়। আমাদের কয়েকজন সহযোদ্ধাও শহীদ হন।
বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মোস্তফাও যুদ্ধ জয়ের গল্প শোনান এবং তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান।
এছাড়াও তিনি স্বাধীনতা বিরোধী রাজাকারদের বংশধরদের সরকারী চাকরীতে প্রবেশের সুযোগ না দেয়ার দাবী জানান।
সংগঠনের সভাপতি রিয়াসাদ আকতারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিলয় সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নুরুজ্জামান, সংগঠনের প্রধান উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, সংগঠনের উপদেষ্টা ও আরডিএ’র সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, রাজবাড়ীর একঝাঁক মানবিক মূল্যবোধ সম্পন্ন সুশীল সমাজের ছেলেমেয়েদের দ্বারা রাজবাড়ী সোশিও কালচারাল ফোরাম (আরএসসিএফ) সংগঠনটি গঠিত। সত্যিই তারা ভালো একটা প্রোগ্রাম করেছে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হয়ে তারা তাদের নিয়মিত সামাজিক এবং সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করছে। রাজবাড়ীর আরো অনেক শিক্ষার্থী রয়েছে, তাদেরকে এই সংগঠনের সাথে, আরো মানুষের সাথে সম্পর্কিত করতে হবে। ৯ মাস যুদ্ধ করে দেশ বিজয় অর্জন করেছে। বঙ্গবন্ধু এই দেশকে সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখতেন তার উপাদান এই দেশের সোনার মানুষ। আগামী দিনে তোমরা এই দেশকে নেতৃত্ব দিবা। তাই এই দেশকে সোনার বাংলা গড়তে হলে তোমাদেরকে সোনার মানুষ হতে হবে। আর সোনার মানুষ গড়ে উঠার জন্য সাংস্কৃতিক ও মননশীলতা শেখার যে ফোরামগুলো রয়েছে সেগুলোতে নিজেদেরকে সম্পর্কিত করো তাহলেই তোমাদের বিকাশ ঘটবে। যখন সোনার মানুষ দ্বারা এই দেশ পরিচালিত হবে তখনই কিন্তু দেশটা সম্পূর্ণ হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে অনেক ত্যাগের বিনিময়, এই ইতিহাস তোমাদের সকলের জানতে হবে। আজকে আমরা যে বাংলায় কথা বলছি স্বাধীন না হলে কিন্তু তা সম্ভব হতো না। আমরা আজকে এই স্থানে থাকতাম না। এই বিষয়গুলো তোমাদের বুঝতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। দেশের সেবা করতে হবে। দেশের জন্য নিবেদিত হতে হবে। তাহলে যারা আত্মত্যাগ করেছে তাদের আত্মা শান্তি পাবে।
আলোচনা সভার শেষে অতিথিগণ ‘আরএসসিএফ সহায়তা কেন্দ্র’র উদ্বোধন করেন। এরপর সংগঠনের সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। শেষে ‘বিজয় কুইজ’ ও ‘বিজয় চিত্রাংকন’ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এর আগে দুপুর ২টায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘বিজয় চিত্রাংকন’ প্রতিযোগিতা ও গত ১৭ই ডিসেম্বর দুপরে দুটি গ্রপে অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত হয় ‘বিজয় কুইজ’ প্রতিযোগিতা।
উল্লেখ্য, গত ২০শে জুলাই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ‘রাজবাড়ী সোশিও কালচারাল ফোরাম-আরএসসিএফ’। সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান। এছাড়াও রয়েছে ২৭ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ এবং ৭০ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ।
ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর শিক্ষার্থী রিয়াসাদ আকতার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিলয় সাহা। সিনিয়র সহ-সভাপতি হিসেবে আছেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থী রিফাহ নানজিবা অহনা এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিবুল ইসলাম হৃদয়। এর পাশাপাশি রয়েছে ৬ সদস্য বিশিষ্ট সহ-সভাপতি প্যানেল। সহ-সভাপতি(প্রশাসন) হিসেবে আছেন রিফাত হাসান আদর, সহ-সভাপতি(আঞ্চলিক সমন্বয়) হিসেবে আছেন সাদ আহমেদ সাদী, সহ-সভাপতি (সাংস্কৃতিক উন্নয়ন) হিসেবে আছেন সৌরভ চক্রবর্তী, সহ-সভাপতি (অনুষ্ঠান ব্যবস্থাপনা) হিসেবে আছেন বিনতা বোস বৃত্ত, সহ-সভাপতি (সমাজ কর্ম) হিসেবে আছেন গৌরব দত্ত এবং সহ-সভাপতি(সংগঠন) হিসেবে আছেন তাবাসসুম আফরিন লিসা।
অন্যান্যের মধ্যে আছেন যুগ্ম-সাধারণ সম্পাদক উর্মি আক্তার মুন ও সাকিব সালিম, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস আঁখি, সাংস্কৃতিক প্রধান আহনাফ হাসান, প্রধান কোষাধ্যক্ষ নুসরাত নাসির বুশরা, সহযোগী কোষাধ্যক্ষ সিনকা সিদ্দিকা ঐশী, কার্যনির্বাহ বিষয়ক প্রধান আলভিয়া আমিন, শিল্প পরিচালক অনুছোঁয়া আপন, মেধা অন্বেষণ বিষয়ক প্রধান শাহ-মা-আরুসা শ্রেষ্ঠা, গণমাধ্যম ব্যবস্থাপক খালিদ সিদ্দিকী অনিক, প্রকাশনা ও জনসম্পর্ক বিষয়ক প্রধান মেহেরুন মাহিন, দপ্তর ও দলিল বিষয়ক প্রধান সাদমান হাফিজ শুভ, নিরাপত্তা ও সমাজকর্ম বিষয়ক প্রধান মেহেদী হাসান বাপ্পী, প্রযুক্তি ও সরবরাহ বিষয়ক প্রধান বোরহান আহমেদ যুবরাজ, সাজসজ্জা বিষয়ক প্রধান রাফিয়া জেবিন, সাংস্কৃতিক পরিবেশনা বিষয়ক প্রধান শাহরিয়ার আহসান চৌধুরী ধ্রুব। জেলাব্যাপী কর্মকান্ড বিস্তারের লক্ষ্যে ইতিমধ্যে প্রতিটি উপজেলায় অ্যাম্বাসেডর নিয়োগ দেয়া হয়েছে। রাজবাড়ী সদর উপজেলায় অ্যাম্বাসেডর হিসেবে আলাভী নিশাত, গোয়ালন্দ উপজেলায় ইনতিসিফার আউয়াল হৃদ, বালিয়াকান্দি উপজেলায় মাহফুজুল ইসলাম খান নীরব, পাংশা উপজেলায় সাদিয়া ইসলাম এবং কালুখালী উপজেলায় অর্পিতা সাহা পিয়ালী। সাধারণ পরিষদের সদস্যদের মধ্যে রয়েছেন রীতি রঞ্জিত সরকার, শাহ-মা-সাইয়ারা, আরাফাত রহমান সিদ্দিকী, রুদ্র সাহা, সিলভি, ইফতেফারুল আহম্মেদ ইমন, রিমি, খোন্দকার আরাফাত হোসেনসহ অর্ধশতাধিক নবীন।
ফোরামের উপদেষ্টা হিসেবে আরো আছেন ডাঃ মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ রেজাউল করিম, আহসান হাবীব, সুরজিৎ চক্রবর্তী, ফারুক উদ্দিন, ফয়েজুল হক কল্লোল, মোজাম্মেল হক তন্ময় এবং সুমাইয়া বিনতে আতিয়ার। ফোরামের মুখপাত্র হিসেবে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করবেন আহনাফ তাহমিদ খান রাইয়ান।