আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে পাংশা উপজেলার ১৫০টি দুস্থ-অসহায় পরিবারকে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
গতকাল ২৩শে মে দুপুরে পাংশা মডেল থানা পুলিশের ব্যবস্থাপনায় পাংশা গার্লস স্কুল প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি ও সেমাই।
পাংশা মডেল থানার ওসি আহসান উল্লাহ জানান, পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী দুস্থ-অসহায় পরিবারগুলোর তালিকা করে তাদের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।