ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
বালিয়াকান্দি উপজেলার ৪৯৫টি দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-০৫-২৪ ০২:১০:২১

 করোনা ভাইরাস পরিস্থিতির কারণে সরকারী খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নের ৪৯৫টি দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 
  বালিয়াকান্দি উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় গতকাল ২৩শে মে সকাল থেকে পর্যায়ক্রমে বালিয়াকান্দি সদর, নবাবপুর, নারুয়া, জামালপুর, ইসলামপুর, বহরপুর ও জঙ্গল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা ও ইউপি চেয়ারম্যানগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি ৮ কেজি চাল, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ প্যাকেট সেমাই ও ১টি করে সাবান। 

 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ