ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কালুখালীর রতনদিয়া ও বোয়ালিয়া ইউপির ১৪শত পরিবারকে খাদ্য সহায়তা প্রদান
  • মনির হোসেন
  • ২০২০-০৫-২৪ ০২:১১:২৫
ঈদ-উল-ফিতর উপলক্ষে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ৯শত ও বোয়ালিয়া ইউনিয়নের ৫শত পরিবারকে গতকাল ২৩শে মে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে -মাতৃকণ্ঠ।

ঈদ-উল-ফিতর উপলক্ষে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ৯শত ও বোয়ালিয়া ইউনিয়নের ৫শত পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
  গতকাল ২৩শে মে সকালে ও দুপুরে রতনদিয়া ও বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই খাদ্য সামগ্রী (১০ কেজি করে চাল, আধা কেজি করে চিনি ও ১ প্যাকেট করে সেমাই) বিতরণকালে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমা বেগম, ট্যাগ অফিসার হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ ও সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী এবং ইউপি সদস্য-সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ