মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের শোভারামপুরের নিজ বাড়ীতে ১৬ বছর বয়সে পাক হানাদার বাহিনী ও তাদের স্থানীয় দোসরদের দ্বারা নির্যাতিতা বীরাঙ্গনা মায়া রাণী সাহা অবশেষে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন।
মায়া রাণীর স্বীকৃতির বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার তদন্ত করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ করেন। এরপর মন্ত্রণালয় তাকে স্বীকৃতি দিয়ে নারী মুক্তিযোদ্ধা(বীরাঙ্গনা) হিসেবে গেজেটভুক্ত করে।
গতকাল ২৩শে ডিসেম্বর ফরিদপুর সদরের উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা নিজ কার্যালয়ে তাকে সম্মাননা প্রদান করেন।