ঢাকা রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
পিআইবি’তে জাতীয় শুদ্ধাচার বিষয়ে মতবিনিময় সভানুষ্ঠিত
  • সোহেল মিয়া
  • ২০২০-১২-২৯ ১৩:৪৯:০৫

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের আয়োজনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পিআইবি’র ৬ষ্ঠ তলার সেমিনার কক্ষে জাতীয় শুদ্ধাচার বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে রাজবাড়ী জেলার ৩টি উপজেলার ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

  পিআইবি’র উপ-পরিচালক(প্রশাসন) মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে মহাপরিচালক জাফর ওয়াজেদ বক্তব্য রাখেন। এ সময় পরিচালক(প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমান ও প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী উপস্থিত ছিলেন।

  পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ তার বক্তব্য বলেন, জাতির জনকের সোনার বাংলা গড়তে হলে আমাদের সর্বক্ষেত্রে শুদ্ধাচার প্রয়োগ করতে হবে। সমাজ থেকে দুর্নীতি অন্যায় প্রতিরোধ করতে হলে শুদ্ধাচারকে সামনে রেখে কাজ করতে হবে। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী বলেও মন্তব্য করেন।

 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ বিশ্বরেকর্ড গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ
সর্বশেষ সংবাদ