ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
সৌদি আরবে পবিত্র কাবা শরিফ ও মসজিদুল নববীতে ঈদ জামাত অনুষ্ঠিত
  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২০-০৫-২৪ ১৩:৪২:৩৬

সৌদি আরবে মক্কায় পবিত্র মসজিদুল হারাম বা কাবা শরিফে ও মদিনার মসজিদুল নববিতে রোববার পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। তবে এ জামাত সবার জন্য উন্মুক্ত ছিল না। সীমিত পরিসরে ও সতর্কতামূলক স্বাস্থ্যবিধি মেনে এ জামাত অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ কথা জানায়।

কাবা শরিফে ঈদুল ফিতরের জামাতে ইমামতি ও খুতবা প্রদান করেন মসজিদে হারামের প্রসিদ্ধ ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন হুমাইদ। মদিনার মসজিদে ইমামতি ও খুতবা প্রদান করেন নববীর ইমাম ও খতিব শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রহমান বুয়াইজান।
মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় এই ধর্মীয় উৎসবে ইমামগণ খুৎবা প্রদানকালে সমগ্র মুসলিম উম্মাহর প্রতি অভিনন্দন জানান। মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যরে বার্তা দেন এবং রোজা, নামাজ, যাকাত ও অন্যান্য সৎকাজ কবুল করার জন্যে মহান আল্লাহপাকের কাছে মোনাজাত করেন।

সরকার হজ্ব যাত্রীদের সর্বোত্তম সেবা দিতে বদ্ধপরিকর ঃ ধর্মমন্ত্রী
ঈদের দিনে করণীয়-বর্জনীয়
ঈদের নামাজ আদায় করবেন যেভাবে
সর্বশেষ সংবাদ