ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
রাজবাড়ীতে বিএনপির ৩টি উপজেলা ও ২টি পৌর শাখার পাল্টা কমিটি ঘোষণা
  • শেখ রনজু আহাম্মেদ
  • ২০২১-০১-০২ ১৪:৫৬:০৫
মাত্র এক সপ্তাহের ব্যবধানে রাজবাড়ী জেলার ৩টি উপজেলা ও ২টি পৌর শাখার পাল্টা কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল ২রা জানুয়ারী সকালে জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল এবং ৩ যুগ্ম-আহ্বায়ক কমিটিগুলো ঘোষণা করে নেতৃবৃন্দের হাতে তুলে দেন -মাতৃকণ্ঠ।

মাত্র এক সপ্তাহের ব্যবধানে রাজবাড়ী জেলার ৩টি উপজেলা ও ২টি পৌর শাখার পাল্টা কমিটি ঘোষণা করা হয়েছে। 

  গতকাল ২রা জানুয়ারী সকালে জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল এবং ৩ যুগ্ম-আহ্বায়ক গাজী আহসান হাবিব, আকমল হোসেন ও আশরাফুল ইসলাম মিয়ার স্বাক্ষরিত গোয়ালন্দ উপজেলা ও পৌর, পাংশা উপজেলা ও পৌর এবং বালিয়াকান্দি উপজেলা বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট কমিটিগুলো ঘোষণা করা হয়। 

  এ সময় বিএনপি নেতা এবিএম মঞ্জুরুল আলম দুলাল, এডঃ আসাদুজ্জামান লাল, আফছার আলী সরদার, এ মজিদ বিশ্বাস, কে.এ সবুর শাহীন, গাজী আহসান হাবিব, আকমল হোসেন, আশরাফুল ইসলাম মিয়াসহ বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

  ঘোষিত কমিটিগুলোর মধ্যে গোয়ালন্দ উপজেলা কমিটিতে সুলতান নূর ইসলাম মুন্নুকে আহ্বায়ক ও নাজিরুল ইসলাম তিতাসকে সদস্য সচিব, গোয়ালন্দ পৌর কমিটিতে এডঃ এবিএম ছাত্তারকে আহ্বায়ক ও গোলাম মোনতাহা রাতুলকে সদস্য সচিব, পাংশা উপজেলা কমিটিতে এডঃ এ.এন.এম শাহিদুল ইসলামকে আহ্বায়ক ও শামসুল আলম আকুলকে সদস্য সচিব, পাংশা পৌর কমিটিতে শওকত সরদারকে আহ্বায়ক ও এ.এন জিন্নাহকে সদস্য সচিব এবং বালিয়াকান্দি উপজেলা কমিটিতে খন্দকার মশিউর আজম চুন্নুকে আহ্বায়ক ও আব্দুল ওহাব মন্ডলকে সদস্য সচিব করা হয়েছে। অনুমোদিত কমিটিগুলোকে ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।

  কমিটিগুলো ঘোষণাকালে জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল বলেন, দলের গঠনতন্ত্র অমান্য করে অনৈতিক লেনদেনের মাধ্যমে জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু ৪টি কমিটি ঘোষণা করেছেন। 

  তিনি অবৈধভাবে যে কমিটিগুলো ঘোষণা করেছেন সেখানে বিএনপির দুর্দিনের নেতাকর্মীদের না রেখে কমিটি ঘোষণা করেছেন। কমিটিগুলো ঘোষণাকালে তার অনৈতিক লেনদেনের একটি অডিও কথোপোকথন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই অডিওটি কেন্দ্রের কাছে পাঠানো হবে।

  উল্লেখ্য, এর আগে গত ২৬শে ডিসেম্বর জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু এবং ১নং যুগ্ম-আহ্বায়ক এডঃ কামরুল আলমের স্বাক্ষরিত ৪টি (পাংশা উপজেলা ও পৌর এবং কালুখালী ও বালিয়াকান্দি থানা) কমিটি ঘোষণা করা হয়। 

  ওই কমিটিগুলোর মধ্যে পাংশা থানা কমিটিতে শাহ্ মোঃ রফিকুল ইসলামকে আহ্বায়ক ও মাহবুবুল হক বকুল মিয়াকে সদস্য সচিব, পাংশা পৌর কমিটিতে বাহরাম হোসেন সরদারকে আহ্বায়ক ও রইচ উদ্দিন খানকে সদস্য সচিব, কালুখালী থানা কমিটিতে খান মোহাম্মদ আইনুল হাবিবকে আহ্বায়ক ও এডঃ রকিবুল হাসান রুমাকে সদস্য সচিব এবং বালিয়াকান্দি থানা কমিটিতে মোঃ গোলাম শওকত সিরাজকে আহ্বায়ক ও খন্দকার মশিউর রহমান চুন্নুকে সদস্য-সচিব করা হয়। 

 
গোয়ালন্দে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
গোয়ালন্দে সরকারী কামরুল ইসলাম কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন
রাজবাড়ীর রাজনৈতিক ইতিহাসের নতুন অধ্যায় মন্ত্রী জিল্লুল হাকিম
সর্বশেষ সংবাদ