ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
মধুখালী থেকে ফেনসিডিলসহ ৩জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • সোহেল মিয়া
  • ২০২১-০১-০৩ ১৩:১১:৩৩
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অভিযানে গতকাল ৩রা জানুয়ারী সকালে মধুখালী উপজেলার আড়াপাড়া এলাকায় একটি মাইক্রোবাস থেকে ২৯৩ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ৩ জন মাদক পাচারকারী গ্রেফতার হয়েছে -মাতৃকণ্ঠ।

র‌্যাবের অভিযানে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়াপাড়া এলাকায় একটি মাইক্রোবাস থেকে ২৯৩ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ৩ জন মাদক পাচারকারী গ্রেফতার হয়েছে। 

  র‌্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৩রা জানুয়ারী সকালে অভিযান চালিয়ে ফেনসিডিলগুলো উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ফরিদপুরের সদরের মধ্য আলীপুর এলাকার মৃত বারেক শেখের ছেলে তানজিদ শেখ(৩০), ধোপাডাঙ্গা গ্রামের সোবাহান শিকদারের ছেলে রেজাউল শিকদার(৩০) ও শোভারামপুর গ্রামের মৃত খলিল শেখের ছেলে দেলোয়ার শেখ(৪০)। 

  উদ্ধারকৃত ফেনসিডিলসহ র‌্যাব তাদেরকে মধুখালী থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। 

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ