করোনা ভাইরাস পরিস্থিতির কারণে রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৯শ দরিদ্র-দুস্থ পরিবারের মধ্যে সরকারী মানবিক খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় ১০ কেজি করে চাল ও নগদ ৫০ টাকা করে বিতরণ করা হয়েছে। বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় গতকাল ২৪শে মে ইসলামপুর ইউনিয়ন পরিষদে এই চাল ও অর্থ বিতরণকালে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন খানসহ ট্যাগ অফিসার, ইউপি সচিব ও সদস্যগণ উপস্থিত ছিলেন ।