র্যাবের অভিযানে রাজবাড়ী জেলার কালুখালী থেকে ২৯৫ পিস ইয়াবাসহ আলহাজ্ব শেখ(১৯) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ১৩ই জানুয়ারী বিকালে র্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের একটি দল কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আলহাজ্ব শেখ কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের মাজবাড়ী গ্রামের খালেক শেখের ছেলে। উদ্ধারকৃত ইয়াবাসহ র্যাব তাকে কালুখালী থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।