ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
মুজিব বর্ষ উপলক্ষে বালিয়াকান্দিতে অতিরিক্ত সচিবের অর্থায়নে নির্মিত ঘরের চাবি হস্তান্তর
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-০১-১৬ ১৩:৪৪:০৫

মুজিব বর্ষ উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিয়াকান্দি গ্রামে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ মহঃ রেজাউল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে নির্মিত ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। 

  গতকাল ১৬ই জানুয়ারী সকালে অতিরিক্ত সচিব ড. শেখ মহঃ রেজাউল ইসলাম নিজে দক্ষিণ বালিয়াকান্দি গ্রামের আমিরুল ইসলামের বাড়ীতে নির্মিত পাকা ঘরের চাবি তার হাতে তুলে দেন। 

  এ সময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, সহকারী কমিশনার(ভূমি) এস.এম আবু দারদা, বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান, জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার খান, শরীয়তপুর জেলার সিভিল সার্জন ডাঃ এস.এম আব্দুল্লাহ আল মুরাদ, উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা, বালিয়াকান্দি সদর ইউপির চেয়ারম্যান নায়েব আলী শেখ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে অতিরিক্ত সচিব ড. শেখ মহঃ রেজাউল ইসলাম বালিয়াকান্দি উপজেলা পরিষদে এসে পৌঁছালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানাসহ অন্যান্যরা তাকে ফুলেল অভ্যর্থনা জানান। 

বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
কলিমহরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পাংশা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ