ফরিদপুরে ৪টি অবৈধ ইটভাটা ভেঙ্গে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
গতকাল ১৯শে জানুয়ারী পরিবেশ অধিদপ্তরের পরিচালিত অভিযানে ইট ভাটাগুলো ভেঙ্গে দেয়া হয়, যার ১টি ফরিদপুর সদরে ও ৩টি মধুখালী উপজেলার।
এছাড়াও নিয়ম-কানুন না মেনে ইট ভাটা পরিচালনা করায় ফরিদপুর সদরের ১টি ইট ভাটার মালিককে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদেকুর রহমান সবুজ এবং পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক এএইচএম রাশেদ। র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযানে সহায়তা করেন।