ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
পাংশা পৌরসভা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০১-২৬ ১৩:৫৬:২৮
পাংশা পৌরসভার আসন্ন নির্বাচনে দেয়ালে পোস্টার লাগানোসহ আচরণবিধি ভঙ্গের দায়ে গতকাল ২৬শে জানুয়ারী ৩ জনকে ৩হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার আসন্ন নির্বাচনে দেয়ালে পোস্টার লাগানোসহ আচরণবিধি ভঙ্গের দায়ে ৩ জনকে ৩হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
  গতকাল ২৬শে জানুয়ারী রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ‘পৌরসভা (নির্বাচনী আচরণ) বিধিমালা, ২০১৫’ অনুযায়ী তাদেরকে এই জরিমানা করা হয়। পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। 
  এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার পাংশা পৌরসভা এলাকায় বিভিন্ন প্রার্থীদের নির্বাচনী প্রচারণা কার্যক্রম তদারকি এবং নির্বাচন উপলক্ষে স্থাপিত অস্থায়ী ক্যাম্পগুলো পরিদর্শন করে নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলতে সংশ্লিষ্টদেরকে নির্দেশনা দেন। 

 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ