ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিকান্ডে ৫জন নিহত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৫-২৭ ১৬:৩৬:৩১

রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনায় ৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মো. জুয়েল জানান, ‘ইউনাইটেড হাসপাতালের অগ্নিকান্ডে ৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী।’
তিনি জানান, গতকাল ২৭শে মে রাত ৯টা ৫৫ মিনিটে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং ১০টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডিউটি অফিসার জানান, হাসপাতালের বর্ধিত অংশে আইসোলেশনে ইউনিটে এসি বিস্ফোরণ থেকে অগ্নিকান্ডের সূচনা হয়েছে।অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিসের দল এখনো কাজ করছেন। তাদের রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

ধর্মীয় শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে: ড. ইউনূস
বিএনপি ক্ষমতায় গেলে মানুষের ভোটাধিকার নিশ্চিত করা হবে----বিএনপির মহাসচিব
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় একটি অভিন্ন নীতিমালা প্রণয়নের আহবান
সর্বশেষ সংবাদ