র্যাবের অভিযানে কুষ্টিয়া সদর থানাধীন নির্মাণাধীন মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে ২০০ পিস নেশাজাতীয় প্যাথিডিন ইনজেকশনসহ সুমন হোসেন(২২) নামে এক যুবক গ্রেফতার হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ৩১শে জানুয়ারী দুপুরে র্যাব-১২ এর কুষ্টিয়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সুমন হোসেন কুষ্টিয়ার কুমারখালী থানাধীন লাহিনী পাড়া গ্রামের আঃ সাত্তারের ছেলে। উদ্ধারকৃত ইনজেকশনসহ র্যাব তাকে কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।