ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৩৭ জন বাংলাদেশীর মৃত্যু
  • নিউজার্সি থেকে বিশ্বজিৎ দে বাবলু
  • ২০২০-০৫-০৬ ১৮:০৭:০৯
মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২৩৭ জন বাংলাদেশী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে দেশটি -মাতৃকণ্ঠ।

মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২৩৭ জন বাংলাদেশী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। 
  মৃত্যুবরণকারীদের মধ্যে ২১৭ জনই নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাসিন্দা ছিলেন। অন্যদের মধ্যে ৮ জন নিউজার্সি, ৬ জন মিশিগান, ৩ জন ভার্জিনিয়া, ২ জন মেরিল্যান্ড ও ১ জন বোস্টনের বাসিন্দা ছিলেন বলে জানা গেছে। 
  উল্লেখ্য, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্র সবার শীর্ষে রয়েছে। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ও মৃত্যুবরণকারীদের সংখ্যা বেড়েই চলেছে। 
  গতকাল ৬ই মে পর্যন্ত দেশটিতে মোট ১২ লাখ ৩৭ হাজার ৬৩৩ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৭২ হাজার ২৭১ জন মারা গেছেন এবং ২ লাখ ৬২৮ জন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। 

 

ঢাকা-বেইজিং সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার সিদ্ধান্ত
এশিয়াকে শক্তিশালী প্রযুক্তি ইকোসিস্টেম গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা
৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা ট্রাম্পের
সর্বশেষ সংবাদ