ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ীর ভোকেশনাল মাঠে নৌকার মেয়র প্রার্থী মহম্মদ আলীর পথসভা
  • শেখ রনজু আহাম্মেদ
  • ২০২১-০২-০৭ ১৪:৫৫:৩৯
রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের(ভোকেশনাল) মাঠে গতকাল ৭ই ফেব্রুয়ারী বিকালে নির্বাচনী পথসভায় আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মহম্মদ আলী চৌধুরী বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মহম্মদ আলী চৌধুরীর নির্বাচনী পথসভা গতকাল ৭ই ফেব্রুয়ারী বিকালে ৫নং ওয়ার্ডের সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের (ভোকেশনাল) মাঠে অনুষ্ঠিত হয়। 

  রাজবাড়ী পৌর আওয়ামী লীগ আয়োজিত এ পথসভায় দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভায় পৌরবাসীর দোয়া ও ভোট চেয়ে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী মহম্মদ আলী চৌধুরী। 

  তিনি তার বক্তব্যে ২দফায় নির্বাচিত হয়ে ১২ বছর মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড, বর্তমান সরকারের নানা সাফল্য, অনিচ্ছাকৃত ভুল-ত্রুটিগুলোর জন্য আন্তরিক ক্ষমা প্রার্থনা, দলবাজী না করা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পর্যাপ্ত সড়ক বাতির ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং পুনরায় নির্বাচিত হতে পারলে ব্যাপক উন্নয়নসহ বিভিন্ন প্রতিশ্রুতি প্রদান করেন। 

  সভায় মেয়র প্রার্থী মহম্মদ আলী চৌধুরীর পক্ষে ভোট চেয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বলেন, রাজবাড়ী পৌরসভার উন্নয়ন করতে চাইলে নৌকা ছাড়া কোন বিকল্প নাই। এই নৌকা হচ্ছে স্বাধীনতার প্রতীক। এই নৌকা দিয়ে দেশ স্বাধীন হয়েছে। নৌকা দিয়ে বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। শেখ হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। মহম্মদ আলী চৌধুরী দুই বার মেয়র থাকা অবস্থায় সব উন্নয়ন হয়নি। তার অসম্পূর্ণ উন্নয়ন কাজগুলো সম্পন্ন করতে নৌকায় ভোট দিয়ে তাকে আবারও মেয়র নির্বাচিত করুন। 

  রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ উজির আলী শেখের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক ফজলুল হক আবু’র সঞ্চালনায় পথসভায় অন্যান্যের মধ্যে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন সফিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, যুগ্ম-সম্পাদক ও দলীয় নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম সোহাগ, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আতিকুল ইসলাম চৌধুরী রতন, গোলজার হোসেন মৃধা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল জলিল মিয়া, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক পলাশ কুমার সাহা ও জেলা যুবলীগের সাবেক সভাপতি আলী হোসেন পনি প্রমুখ বক্তব্য রাখেন। 

  বক্তাগণ উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মহম্মদ আলী চৌধুরীকে পুনরায় জয়যুক্ত করার আহ্বান জানান। 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ