ঢাকা বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
পৃথিবী আবার সুন্দর হবে
  • ডাঃ সুনীল কুমার বিশ্বাস
  • ২০২০-০৫-৩০ ১৮:৩৮:১০
ডাঃ সুনীল কুমার বিশ্বাস

করোনা তুই সেই কবে এসেছিস কোভিড নাইনটিন হয়ে,

লক্ষ মানুষ জীবন দিল তোরই ছোঁয়া পেয়ে।
কে বাঁচিবে কে মরিবে কেউ নাহি তাহা জানে,
ইতিমধ্যেই বিদায় নিয়েছে কত আপনজনে।
ধনী নির্ধন জ্ঞানীগুণী আজ মৃত্যুর মিছিলে,
বিজ্ঞানীদের গবেষণা আর নির্ঘুম রাত যাবে কী বিফলে?
মহামারী হয়ে প্লেগ এসেছিল, গুটি বসন্ত, কলেরা, ডেঙ্গু, ম্যালেরিয়া, স্প্যানিস ফ্লুসহ,
কত কোটি লোক প্রাণ দিয়েছিল, হিসাব কী রাখেন কেহ।
শ্মশান  হলো কত জনপদ, কত সভ্যতা হলো বিলীন
ইতিহাসে সেসব লেখা আছে, একবার খুলে দেখুন।
আজ করোনার জন্য সকল মানুষের ঘুম হয়েছে হারাম,
প্যানডেমিক এই ভাইরাসের জন্য আর কত দিতে হবে দাম?
হাত ধোয়াধুয়ি আর মাস্ক বাঁধা বাঁধি কত কাল ধরে চলবে?
হিংসা বিদ্বেষ জাতপাত ভুলে সকলে আজ একসাথে মিলে লড়বে।
একদিন শেষে করোনা চলে যাবে, সাহস রাখুন বুকে,
আমরা যেন বিপদ কালে থাকি, একে অপরের দুখে।
আমার মনে হয় করোনা মোদের এ শিক্ষাই দিয়ে গেল,
যুদ্ধবিগ্রহ লড়াই ভুলে, একসাথে মিলে চল।
আচ্ছা করোনা কখনো তুই কী কাউকে ভালোবেসেছিস?
তাই যদি হবে, তবে কেন এই নির্মম পরিহাস।
দোহাই লাগে তোর অনেক তো হলো এবার তবে যা,
পৃথিবী আবার সুন্দর হবে-হাসবো সবাই হা হা হা ॥


(কবি পরিচিতি ঃ রাজবাড়ীর সুনামধন্য একজন চিকিৎসক এবং সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা শাখার সভাপতি)

নোবেল প্রাপ্তির শতবর্ষ এবং বাঙলা মায়ে’র রবী ঠাকুর
“ভয়ংকর এক রাতের কাহিনী”
বিশ্ব খাদ্য দিবস আজ
সর্বশেষ সংবাদ