আমেরিকায় আইন বিষয়ে উচ্চতর ডিগ্রী(এলএলএম) অর্জন শেষে দেশে প্রত্যাবর্তন করায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামের ফজলে শাফি ও তার স্ত্রী সুমাইয়া সিরাজীকে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত ১২ই ফেব্রুয়ারী বিকালে তারা মালিয়াট গ্রামে এসে পৌঁছালে তাকে ফুলেল অভ্যর্থনা শেষে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় ফজলে শামি’র পিতা ও রতনদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মন্ডল, চাচা ইসলাম মন্ডল, আলম মন্ডল, গোলাম রাব্বী ছাড়াও টুটুল আহসান তুরান, রাকিব আল হাসান, সোহেল, শরিফুল, নিশান, সোহান, ওসমানসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফজলে শাফি আমেরিকার একটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম শেষ করেছেন এবং তার স্ত্রী সুমাইয়া সিরাজীও আমেরিকার একটি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক শেষ করেছেন।