ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
করোনা টিকা গ্রহণে পাংশা উপজেলায় জনসচেতনতামূলক র‌্যালী ও সভানুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২১-০২-১৬ ১৪:০০:১২
পাংশায় গতকাল মঙ্গলবার দুপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে করোনা টিকা গ্রহণে জনসচেতনতামূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

মুজিববর্ষের উদ্দীপন, আনসার-ভিডিপি আছে সারাক্ষণ, কোভিড-১৯ টিকা গ্রহণ করি-সবাই মিলে সুস্থ্য থাকি প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে গতকাল ১৬ই ফেব্রুয়ারী দুপুরে করোনা টিকা গ্রহণে জনসচেতনতামূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

  পাংশা উপজেলা আনসার ও ভিডিপি অফিসার সৈয়দা শাহানা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী বক্তব্য রাখেন।

  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা আনসার ও ভিডিপি দপ্তরের প্রশিক্ষক ঈদুল তালুকদার ও উপজেলা কোম্পানী কমান্ডার মিরাপ হোসেন বক্তব্য রাখেন। 

  অনুষ্ঠানে পাংশা উপজেলার সকল ইউনিয়নের আনসার ও ভিডিপির কমান্ডার, দলনেত্রী ও দলনেতাগণ উপস্থিত ছিলেন। দুপুর ১২টার দিকে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম
বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় ভূক্তভোগীদের অভিযোগ
সর্বশেষ সংবাদ