মুজিববর্ষের উদ্দীপন, আনসার-ভিডিপি আছে সারাক্ষণ, কোভিড-১৯ টিকা গ্রহণ করি-সবাই মিলে সুস্থ্য থাকি প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে গতকাল ১৬ই ফেব্রুয়ারী দুপুরে করোনা টিকা গ্রহণে জনসচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা আনসার ও ভিডিপি অফিসার সৈয়দা শাহানা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা আনসার ও ভিডিপি দপ্তরের প্রশিক্ষক ঈদুল তালুকদার ও উপজেলা কোম্পানী কমান্ডার মিরাপ হোসেন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পাংশা উপজেলার সকল ইউনিয়নের আনসার ও ভিডিপির কমান্ডার, দলনেত্রী ও দলনেতাগণ উপস্থিত ছিলেন। দুপুর ১২টার দিকে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে র্যালী বের করা হয়। র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।