ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
করোনা টিকা গ্রহণে পাংশা উপজেলায় জনসচেতনতামূলক র‌্যালী ও সভানুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২১-০২-১৬ ১৪:০০:১২
পাংশায় গতকাল মঙ্গলবার দুপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে করোনা টিকা গ্রহণে জনসচেতনতামূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

মুজিববর্ষের উদ্দীপন, আনসার-ভিডিপি আছে সারাক্ষণ, কোভিড-১৯ টিকা গ্রহণ করি-সবাই মিলে সুস্থ্য থাকি প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে গতকাল ১৬ই ফেব্রুয়ারী দুপুরে করোনা টিকা গ্রহণে জনসচেতনতামূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

  পাংশা উপজেলা আনসার ও ভিডিপি অফিসার সৈয়দা শাহানা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী বক্তব্য রাখেন।

  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা আনসার ও ভিডিপি দপ্তরের প্রশিক্ষক ঈদুল তালুকদার ও উপজেলা কোম্পানী কমান্ডার মিরাপ হোসেন বক্তব্য রাখেন। 

  অনুষ্ঠানে পাংশা উপজেলার সকল ইউনিয়নের আনসার ও ভিডিপির কমান্ডার, দলনেত্রী ও দলনেতাগণ উপস্থিত ছিলেন। দুপুর ১২টার দিকে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ