ঢাকা মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
অমর একুশের প্রথম প্রহরে রাজবাড়ীতে শ্রদ্ধা নিবেদন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০২-২০ ১৭:২৭:২৬

॥স্টাফ রিপোর্টার॥ বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্য পরিবেশে রাজবাড়ীতে অমর একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণের মাধ্যমে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন শুরু করেছে।

  অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম এবং পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

রাত ১২টা ১টি মিনিটে তারা রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দান সংলগ্ন শহীদ মিনারে বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে পুষ্পস্তবক অর্পণ করেন।

  এরপর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত সংস্থা, রাজবাড়ী প্রেসক্লাব, দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রতিটি সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

রাজবাড়ী সদর উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত
কালুখালীতে বিভিন্ন কমিউনিটি ক্লিনিক  পরিদর্শন করলেন জেলা সিভিল সার্জন
রাজবাড়ীতে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে পানি ও শরবত বিতরণ
সর্বশেষ সংবাদ