ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বালিয়াকান্দির সদর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
  • বালিয়াকান্দি প্রতিনিধি
  • ২০২০-০৫-৩১ ১৯:২০:৪৪
বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়ন পরিষদে গতকাল ৩১শে মে সকালে ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয় -মাতৃকণ্ঠ।

বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। 
  গতকাল ৩১শে মে সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই বাজেট ঘোষণা করা হয়। ইউপি চেয়ারম্যান নায়েব আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মোঃ রোকনুজ্জামান। এ সময় ইউপি সদস্যগণ, স্থানীয় সুধীবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 
  ঘোষিত বাজেটে আয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৭২ লক্ষ ৪৩ হাজার ৪৯৪ টাকা। এর মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ৩৪ লক্ষ ৪ হাজার ৫৩২ টাকা এবং উন্নয়ন খাত থেকে আয় ধরা হয়েছে ১ কোটি ৩৮ লক্ষ ৩৮ হাজার ৯৬২ টাকা। মোট ব্যয়ও ধরা হয়েছে ১ কোটি ৭২ লক্ষ ৪৩ হাজার ৪৯৪ টাকা। তার মধ্যে রাজস্ব আয় থেকে ব্যয় ধরা হয়েছে ৩৪ লক্ষ ৪ হাজার ৫৩২ টাকা এবং উন্নয়ন খাত থেকে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৮ লক্ষ ৩৮ হাজার ৯৬২ টাকা। কোন উদ্বৃত্ত বা ঘাটতি ধরা হয়নি। ইউপি চেয়ারম্যান নায়েব আলী শেখ ঘোষিত বাজেটকে যুগোপযোগী ও জনবান্ধব হিসেবে উল্লেখ করেছেন। 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ