র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ৩১শে মে যশোরের চৌগাছা থানাধীন কলেজ পাড়া এলাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আলোচিত শহীদ হত্যা মামলার প্রধান আসামী আসলাম ফকির (৫০)কে গ্রেফতার করেছে। সে ভাঙ্গা উপজেলার মানিকদহ গ্রামের মৃত শুকুর ফকিরের ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, গত ২১শে এপ্রিল স্থানীয় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভাঙ্গার লক্ষ্মীপুর গ্রামের শহীদুল ইসলাম ওরফে শহীদকে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে আসলাম ফকিরকে প্রধান আসামী করে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর থেকে আসলাম ফকির পলাতক ছিল।