ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
কালুখালী উপজেলায় ভলিবল প্রতিযোগিতা-২০২১ সমাপ্ত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৩-১২ ১৭:৪২:৫৫

রাজবাড়ী জেলা ক্রীড়া অফিস কর্র্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২০-২০২১ এর আওতায় কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে গত ১১ই ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

  উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে  ৬০জন ছাত্র  প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

  রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যার সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কালুখালী উপজেলা নির্বাহী  অফিসার(ভারপ্রাপ্ত) শেখ  নুরুল আলম, অন্যান্য অতিথিদের মধ্যে  কালুখালী উপজেলা  মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সূর্যদিয়া মদাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও ক্রীড়াবিদগণগণ উপস্থিত ছিলেন। 

  প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই দিনে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণেরও উদ্বোধন করা হয়।

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ